রাজশাহীতে বিনামূল্যে করোনা টেস্টের দাবিতে মানববন্ধন
সময়: 9:24 pm - July 4, 2020 | | পঠিত হয়েছে: 85 বার
সীমান্তে নির্বিচারে হত্যা, করোনা টেস্টের ফি বাতিল ও স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়। এ কারণে করোনা টেস্ট করাতে জনগণের কাছ থেকে টাকা নেয়া অমানবিক। স্বাস্থ্য খাতে এত বড় বাজেটের পরও জনগণের পকেট থেকে টাকা নিয়ে করোনা টেস্ট চলবে না। এ সময় করোনা টেস্টের ফি বাতিল করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জহরুল হক, সহ-সভাপতি মো. ইসহাক, সাধারণ সম্পাদক মো. শইব, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, অর্থ সম্পাদক মো. হাবিবুল্লাহ প্রমুখ।
রাজশাহী বার্তা/admin