শিবগঞ্জে পুকুর খননে হাজার বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আটটি পুকুর খননের কারণে প্রায় তিন কিলোমিটার এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এবারে চাষিরা রোপা আউশ ধান রোপণ করতে না পারায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ব্রিজের তলা মাটি দিয়ে বন্ধ করেছে। ফলে উপরচাকপাড়া গ্রামের হারুণ মাস্টারের বাড়ি থেকে ইয়াসিন আলীর বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে প্রায় এক হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০ বিঘা জমিতে লাগানো আউশ ধানসহ বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়েছে। এ ছাড়া জমিতে চাষকৃত পাট ও কলাবাগানের ছোট ছোট গাছগুলো মরতে যাচ্ছে।
এ ব্যাপারে ইসারুলসহ কয়েকজন চাষির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এই জমিতে ধান চাষ করে তাদের সারা বছরের ফসলের ব্যবস্থা হতো কিন্তু এবারের জলাবদ্ধতার কারণে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না। ফলে কৃষকরা সারা বছরের অন্ন সংস্থানের ব্যাপারে উদ্বিগ্ন। এ ব্যাপারে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি। কৃষকদের অভিযোগের বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বির জানান, সরেজমিন গিয়ে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : যুগান্তর
রাজশাহী বার্তা/admin