১০ম চাঁপাই উৎসব শুক্রবার

সময়: 8:08 am - February 6, 2020 | | পঠিত হয়েছে: 646 বার

১০ম চাঁপাই উৎসব অনুষ্ঠিত হতে যচ্ছে ৭ ফেব্রুয়ারি শুক্রবার। দিনব্যাপী অনুষ্ঠানটি হবে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি)। ওইদিন পুরো আইইবি চত্বর ও মিলনায়তনজুড়ে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জবাসীর মিলনমেলায় থাকবে ঐতিহ্যবাহী নানা আয়োজন।

 

 

এ উৎসবে প্রধান অতিথি থাকবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সংসদ সদস্যরা থাকবেন বিশেষ অতিথি।

 

 

বরাবরের মতো এবারও দশম চাঁপাই উৎসব শুরু হবে সকাল ৮টায়। ১০টা পর্যন্ত চলবে কালাইর রুটির নাস্তা। ১০টায় চাঁপাই উৎসব উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

 

সভাপতিত্ব করবেন জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম।

 

 

নামাজ ও দুপুরের খাবার শেষে বিকেল তিনটায় হবে ১৮ তম বার্ষিক সাধারণ সভা।

 

 

বিকেল ৪টায় হবে ছাত্রবৃত্তি, পুরস্কার বিতরণ ও আন্ধাসা (তেলের পিঠা) বিতরণ।

 

 

সন্ধ্যায় চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরাসহ প্রখ্যাত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে টানা হবে দিনব্যাপী অনুষ্ঠানের ইতি।

 

 

ইতিপূর্বে টানা ন’বার চাঁপাই উৎসব আয়োজন ছাড়াও ইফতার মাহফিল, কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ, চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবির পরিচালনা ও জেলার গুণীজনদের সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, গরিব-দু:স্থদের সহায়তাসহ ধারাবাহিকভাবে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে  ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

 

 

স্ব স্ব অবস্থানে সফল চাঁপাইনবাবগঞ্জের মানুষ যারা ঢাকায় রয়েছেন তারা আন্তরিকতার সঙ্গে উত্তরের সীমান্তের এ জেলাকে আরো সমৃদ্ধ করতে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর