বিয়ের ৩ মাস পর বাথরুমে গৃহবধূর ঝুলন্ত লাশ

সময়: 9:47 pm - July 8, 2020 | | পঠিত হয়েছে: 223 বার
ফাইল ছবি

বগুড়ায় বিয়ের ৩ মাস পর শ্বশুরবাড়িতে মিনা আকতার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মেয়ের পরিবার দাবি করেছে, মৌসুমী ফলমূল না দেয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ব্যবসায়ী সুমন মিয়া পলাতক ছিল। সদর থানার এসআই খোরশেদ রবি জানান, গৃহবধূর লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, বগুড়া সদরের ভবানীগঞ্জ গ্রামের আনিসার রহমানের ছেলে ফল ব্যবসায়ী সুমন মিয়া প্রায় তিন মাস আগে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মধ্য রানীরপাড়া গ্রামের লেবু প্রামাণিকের মেয়ে মিনা আকতারকে বিয়ে করেন।

গত ৩ দিন আগে মিনা বাপের বাড়ি থেকে আসেন। সঙ্গে মৌসুমী ফলমূল না আনায় স্বামী ও শাশুড়ির সঙ্গে তার ঝগড়া হয়। বুধবার ভোরে বাড়ির বাথরুমে আড়ার সঙ্গে ওড়না দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। তবে তার দু’পা ভাজানো অবস্থায় মেঝের সঙ্গে লাগানো ছিল। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

মিনার শাশুড়ি দাবি করেছেন, তার বৌমার অন্যত্র প্রেমের সম্পর্ক ছিল। বাবা-মা জোর করে তার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ কারণে মিনা আত্মহত্যা করে থাকতে পারে।

সদর থানার এসআই খোরশেদ রবি জানান, লাশের পা মেঝের সঙ্গে থাকলেও প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হচ্ছে। এরপরও ময়নাতদন্ত রিপোর্টে পেলে তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

সূত্র : যুগান্তর

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর