রাজশাহীর আরও ৩৫ জন শনাক্ত আক্রান্ত

সময়: 12:18 am - July 11, 2020 | | পঠিত হয়েছে: 156 বার
ছবি : মাহফুজুর রহমান রুবেল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে শুক্রবার (১০ জুলাই) নমুনা পরীক্ষায় রাজশাহীর আরও ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার তাদের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে।

রাজশাহীর ৩৫ জনের মধ্যে মহানগরীর বাসিন্দা ১৩ জন। তারা হলেন- ইউসুফ আলী (৫০), ফারজানা পারভীন (৩৯), অনন্যা (১৬), খাদিজা রহমান (১৪), রিয়া খাতুন (৩৮), শাহিনা শারমিন (৩৭), আবুজার জিফার (১১), আসিফ ইমরান (৮), কাজী সালমা আজিজ কুইন (৪২), খাদিজাতুল রাইসা (১১), উম্মে হানি (১৮), সাদিক হোসেন (৬), আনিকা তাসনিম (১৭) এবং সেফালি খাতুন (৪০)।

আক্রান্তদের মধ্যে ১০ জন বাঘা উপজেলার বাসিন্দা। তারা হলেন- শফিকুল (৪০), রাসেল (৩২), রাজিব (২৪), তরিকুল (২০), বুলবুল (৩৫), আবদুল জাব্বার (৩০), নুরুল হক (৪৫), শারমিন আহমেদ (২৫), শাহিন রেজা (৩৭) এবং তসিকুল ইসলাম (৩৫)।

দুর্গাপুর উপজেলায় নতুন কোভিড-১৯ রোগী আছেন ৭ জন। তারা হলেন- মুনজুর রহমান (৫২), আজিজুর রহমান (২৮), রুবেল (৩৪), ডা. মেহেদী (৩০), ফাহিমা (৩৮), নাবিউল (৪৪) এবং সালেহা (৫৩)।

পুঠিয়া উপজেলায় নতুন শনাক্ত হয়েছেন ২ জন। তারা হলেন- আবদুল মতিন (৫৮) ও পারভেজ কামাল (৫৬)। আক্রান্ত অন্য দুইজনের মধ্যে একজন রামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তার নাম নাসিমা খাতুন (৩৬)। অন্যজন হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের রোগী আতাউর রহমান (৪৮)।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ২৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী। দুই ল্যাবে ৪৪ জন নতুন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২১ জন। মারা গেছেন অন্তত ১৬ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর