রাজশাহীতে একদিনে ১১৮ জনের করোনা পজিটিভ
রাজশাহীর দুইটি ল্যাবে একদিনে ১১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৮৪ জন। যার মধ্যে ৬৮ জনই রাজশাহী নগরীর। রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রামেক হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে ৩৬ জন এবং মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে শনাক্ত হয় ৮২ জন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৯৪ জনের করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩৬ জনের পজিটিভ এসেছে। যাদের মধ্যে একজনের বাড়ি নওগাঁয়। তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৩৫ জন রাজশাহী নগরীর। এর মধ্যে ৪ জন চিকিৎসক ও দুইজন র্যাব সদস্য রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে রোববার ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। নতুন করোনা আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৪৯ জন। বাকিদের মধ্যে নাটোরের ১২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২১ জন। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ দিন তাদের ল্যাবে ১৭৭টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৮২ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৯ জন রাজশাহীর। বাকি নমুনাগুলোর মধ্যে ২১ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং ১২ জনের বাড়ি নাটোর।
রাজশাহীর নতুন ৪৯ জনের মধ্যে ৩৩ জন সিটি করপোরেশন এলাকায় বসবাস করে। এর মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ে কর্মরত। এছাড়াও র্যাব-৫ এর সদস্য দুইজন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজশাহীর বাকি আক্রান্তদের মধ্যে পাঁচজনের বাড়ি গোদাগাড়ী, ১০ জনের বাড়ি পবা এবং একজনের বাড়ি তানোরে।
নতুন ৮৪ জন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৫ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ৩০২ জনই নগরীর। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৩৩, চারঘাটে ৩৩, পুঠিয়ায় ২১, দুর্গাপুরে ২২, বাগমারায় ৩৯, মোহনপুরে ৫৮, তানোরে ৫৩, পবায় ১০৩ এবং গোদাগাড়ীতে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়।
রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৮ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩২১ জন। এর মধ্যে নগরীতে ১৯৯ জন।