রাজশাহীর দুই ল্যাবে ৯৬ জন করোনা রোগী শনাক্ত
রাজশাহীর দুটি ল্যাবে একদিনে ৯৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩৫ জন শনাক্ত হয়েছেন। আর রাজশাহী মেডিকেল কলেজে শনাক্ত হয়েছেন ৬১ জন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার (১৪ জুলাই) হাসপাতালের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জন আছেন রাজশাহীতে। বাকি ২ জনের বাড়ি দিনাজপুর।
রাজশাহীর আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ৮ জন আছেন। র্যাব-৫ এর সদস্য আছেন একজন। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য রয়েছেন ৮ জন। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীরও করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহীর আরও ১২ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীর ১ জন বাগমারার ২ জন রয়েছেন।
অন্যদিকে রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, মঙ্গলবার তাদের ল্যাবে মোট ১৯১টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৬১টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে।
রাজশাহীর ৪৫ জনের মধ্যে র্যাব-৫ এর সদস্য ৪ জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ৫ জনের করোনা পজিটিভ। এর বাইরে নগরীর ১৭ জন, পবা উপজেলার ৬ জন, গোদাগাড়ীর ৩ জন, তানোরের ৪ জন এবং মোহনপুরের ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে।
পাবনার নতুন শনাক্ত ১৫ জন কোভিড-১৯ রোগীর প্রত্যেকের বাড়ি সদর উপজেলায়। আর চাঁপাইনবাবগঞ্জের দুইজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। বিষয়টি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে জানানো হয়েছে।
দুই ল্যাবে রাজশাহীর নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। এতে রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৬৬ জনে দাঁড়াল। রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
সূত্র : সোনালী সংবাদ
রাজশাহী বার্তা/admin