রাজশাহীতে জমে উঠেছে ঈদের বাজার

সময়: 5:28 pm - July 29, 2020 | | পঠিত হয়েছে: 395 বার

রাজশাহীতে কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের সরগরমে মুখর হয়ে উঠেছে বিপণীবিতানগুলো।

বিশেষ করে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেট, গণকপাড়া, কাপুড় পট্টিতে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। এসব এলাকার বিপণীবিতানগুলোতেও বিক্রি ভালো হচ্ছে। তবে নিউমার্কেটে বেচাকেনা তেমন জমে উঠেনি। তবে বিপণীবিতানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার কোনো বালাই নেই।

দোকান মালিকরা বলছেন, করোনা ভাইরাসের কারণে রোজার ঈদে বেচাবিক্রি হয়নি। তবে রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে বেচাবিক্রি ভালো হচ্ছে। তবে লকডাউনের ক্ষতি কাটিয়ে উঠতে তাদের আরো সময় লাগবে বলে জানান তিনি। আরডিএ মার্কেটের দোকানদার ইয়াকুব আলী বলেন, এই ঈদে ভালো বেচাবিক্রি হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে।
রফিকুল ইসলাম নামের আরেক বিক্রেতা বলেন, মেয়েদের পোশাকই বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে থ্রি-পিস ও শাড়ি বেশি বিক্রি হচ্ছে। আর শিশুদের পোশাক বিক্রি ভালো হচ্ছে। নিউমার্কেটের কাপড় ব্যবসায়ী এখলাসুর রহমান বলেন, নিউমার্কেটে প্রধানত বিত্তবানরাই কেনাকাটা করতে বেশি আসেন। করোনা ভাইরাসের কারণে তারা খুব একটা মার্কেট করতে আসছেন না। এইজন্য কম বেচাকেনা হচ্ছে।

আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানান, আরডিএ মার্কেটে তিন হাজারের মতো দোকানপাট রয়েছে। করোনা ভাইরাসের কারণে গত রোজার ঈদে বেচাবিক্রি হয়নি বললেই চলে। এবার বেশ ভালোই বেচাকেনা হচ্ছে। তবে লকডাউনের ক্ষতি কাটিয়ে উঠতে আরো বেশকিছুদিন সময় লেগে যাবে দোকান ব্যবসায়ীদের।

সূত্র : পদ্মা টাইমস২৪

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর