ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এমপি বাদশা

সময়: 11:38 am - July 31, 2020 | | পঠিত হয়েছে: 200 বার

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাণী প্রদান করেছেন।

বৃহস্পতিবার দেয়া এ বাণীতে তিনি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে ফজলে হোসেন বাদশা বলেছেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এ দিন মহান আল্লাহ্র সন্তুষ্টি আদায়ের উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানীর পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া।

ঈদুল আজহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলন হোক- এই কামনা করে তিনি এই উৎসবে রাজশাহীবাসীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা। বাণীতে তিনি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আচার-অনুষ্ঠান পালনের জন্যও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (০১ আগস্ট) পালিত হবে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাস পরিস্থিতিতে এবারও ঈদগাহ এড়িয়ে মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর