রাজশাহী বিভাগে মৃতের সংখ্যা ১৭৩, নতুন শনাক্ত ১৭১
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৩ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ শুক্রবার (৩১ জুলাই) বিভাগের রাজশাহী জেলায় একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (০১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার বিভাগে নতুন ১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনের বাড়ি বগুড়া।
এছাড়া রাজশাহীতে ৫৩, সিরাজগঞ্জে ৪৮ এবং নওগাঁ ও নাটোরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ১০৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে তিনজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
শুক্রবার বিভাগে সুস্থ হয়েছেন ৮৯ জন। এর মধ্যে বগুড়ার ৫৭, রাজশাহীর ৩০ এবং নওগাঁ ও সিরাজগঞ্জের ১ জন করে করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে ১২ হাজার ৯৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৫৩ জন। এখন হাসপাতালে আছেন ১ হাজার ২১৪ জন।
রাজশাহী বার্তা/admin