গম আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান-মেম্বার কারাগারে

সময়: 7:13 pm - August 6, 2020 | | পঠিত হয়েছে: 353 বার

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (৬৪) ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য (মেম্বার) শাহানাজ পারভীনকে (৩৫) গম আত্মসাতের অভিযোগে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল নাটোর গিয়ে তাদের আটক করে।

পরে দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে নাটোর থেকে ওই চেয়ারম্যান ও মেম্বারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে পাঁচ টন সরকারি গম আত্মসাতের মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গতকাল বুধবার নাটোর সদর থানার পুলিশ ছাতনী ইউনিয়নের মাঝদিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কোরবান আলীর (৪০) বাড়ি থেকে ১০০ বস্তা গম জব্দ করে। প্রতিটি বস্তার গায়ে ‘খাদ্য অধিদফতরের জন্য’ ও ‘নেট ওজন ৫০ কেজি’ লেখা ছিল। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, সেসব গম মাঝদিঘা পূর্ব বিল খাল প্রকল্পের জন্য ছাতনী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাহানাজ পারভীনের নামে বরাদ্দ ছিল। কিন্তু গমগুলো সরকারি কাজে ব্যবহার না করে শাহানাজ পারভীন বিক্রির জন্য চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের কাছে দিয়েছিলেন। এরই এক পর্যায়ে গত ৩০ জুলাই চেয়ারম্যান তোফাজ্জল ও মেম্বার শাহানাজ পারভীন গমগুলো কোরবান আলীর বাড়িতে রাখেন। কোরবান সম্পর্কে চেয়ারম্যান তোফাজ্জলের নাতনি জামাই।

এদিকে ওইসব গম উদ্ধারের পর নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি দুদকের শিডিউলভুক্ত অপরাধ হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে গতকাল বুধবার অভিযুক্ত ওই তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপরই দুই আসামিকে আটক করা হয়। দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামিকেও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে দুদক।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর