রাজশাহীর আরও ৩৮ জনের করোনা
রাজশাহীর আরও ৩৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন ল্যাবে শুধু রাজশাহীর ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জন রামেকে নমুনা দিয়েছিলেন।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকার পাঁচজন, জেলার বাঘা উপজেলার ১৫ জন, বাগমারার দুইজন এবং পুঠিয়ার তিনজনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।
রাজশাহীর নতুন ৩৮ জন শনাক্ত হওয়ায় জেলা ও মহানগরে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৯৪৮ জন।
এর মধ্যে ২ হাজার ১৬৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩২ জন।
রাজশাহী বার্তা/admin