বগুড়ার সারিয়াকান্দিতে বিষাক্ত স্পিরিটে প্রাণ গেল কলেজ ছাত্রের

সময়: 7:54 pm - August 17, 2020 | | পঠিত হয়েছে: 347 বার
কলেজছাত্র হাবিব হাসানের (ইনসেটে) মৃত্যুর খবরে মায়ের আহাজারি

বগুড়ার সারিয়াকান্দিতে স্পিরিট পানে হাবিব হাসান (২৫) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। এছাড়া তার অসুস্থ দুই বন্ধুর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, এরা পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পানেই এ মৃত ও অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

মৃত হাবিব হাসান চর চন্দনবাইশা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। নদী ভাঙনে বাড়িঘর বিলীন হওয়ায় তিনি সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে নানা মৃত আছির উদ্দিনের বাড়িতে বসবাস করতেন। তিনি চন্দনবাইশা ডিগ্রি কলেজে ডিগ্রি মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আবদুল আজিজ জানান, রোববার সন্ধ্যার দিকে হাসান বন্ধু দীঘলকান্দি গ্রামের সুরুজ্জামান বেপারির ছেলে সানোয়ার হোসেন (২৫) ও একই গ্রামের লিখন তরফদারের ছেলে দিগন্ত তরফদারের (২৪) সঙ্গে নেশাদ্রব্য পান করেন।

রাত ১০টার দিকে তিনজনের পেট ব্যথা ও বমি শুরু হয়। তাদের প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুম মনির সজীব প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১১টার দিকে হাবিব হাসান মারা যান। চিকিৎসকরা দিগন্ত তরফদারকে প্রাথমিক চিকিৎসা দেন।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, ধারণা করা হচ্ছে তিনজন বিষাক্ত রেকটিফায়েড পান করেছিলেন। বিষক্রিয়ায় এক কলেজ ছাত্র মারা গেছেন ও একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর