চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী দখল করে অবৈধ ভাবে ইটভাটা

সময়: 10:16 pm - February 10, 2020 | | পঠিত হয়েছে: 388 বার
সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী দখল করে অবৈধ ভাবে ইটভাটা গড়ে তুলে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। সদর উপজেলার চুনাখালী মৌজায় ৩৭ দশমিক ৮৬ একর রেকর্ডভুক্ত নদীর জমিতে গড়ে তোলা হয়েছে দুটি ইটভাটা।
জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাওয়া নদী দখলদারদের তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, মহানন্দা নদীর চর জেগে উঠলে দীর্ঘদিন ধরে সেখানে ইটভাটা স্থাপন করে বহাল তবিয়তে ব্যবসা করে যাচ্ছেন সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলার মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. জুলমত আলী ও মৃত দোস্ত মোহাম্মদের ছেলে মো. মইদুল ইসলাম। চুনাখালী মৌজার ৩৭ দশমিক ৮৬ একরের অধিকাংশই নদীর চর দখল করে আছেন তারা।
মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর পশ্চিমে ‘নিউ স্টার-২’ ও ‘টাইগার’ নামে দুটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। নদীর চর দখল করে রাখা হয়েছে মাটির স্তূপ ও ইট। এতে নদীর গতিপথ পরিবর্তন ছাড়াও নদীর প্রশস্ততা ক্ষীণ হয়ে যাচ্ছে। এ দুটি ইটভাটায় নীতিমালা লঙ্ঘন করে পোড়ানো হচ্ছে কাঠ। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ।
স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে দুই ইটভাটার দুজকে কারাদণ্ড দিলেও বন্ধ হয়নি ইটভাটার কার্যক্রম।
এলাকাবাসীর অভিযোগ, নদীর চর দখল করে ইটভাটা গড়ে  তোলায় মহানন্দা নদীর ওই এলাকায় প্রশস্ততা দিন দিন কমে যাচ্ছে। এভাবে নদীর চর দখল হতে থাকলে ভবিষ্যতে নদীর নাব্য হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ইটভাটা মালিক জুলমত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে নদী দখল করে ইটভাটার ব্যাপারে জানতে চাইলে তিনি প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চান।
সম্প্র্রতি মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর পশ্চিমে নিউ স্টার-২ ও টাইগার নামে দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মহানন্দা নদীর তীর দখল করে লাইসেন্স ছাড়াই ব্যবসা করায় দুই ইটভাটার দুজনকে এক বছর করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নদ-নদী এ দেশের জাতীয় সম্পদ। চাঁপাইনবাবগঞ্জে যারা নদী ও তার আশপাশ দখল করে অবৈধভাবে ইটভাটা গড়ে তুলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লাইসেন্স ছাড়া নদীর তীর দখল করে ইটভাটা স্থাপন করায় দুই ইটভাটার দুই ম্যানেজারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর