পশ্চিমাঞ্চল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র লিটন

সময়: 5:51 pm - August 18, 2020 | | পঠিত হয়েছে: 98 বার

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ স্মরণে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহী ও রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে মাঠে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিমঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মিহির কান্তি গুহ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল-ফাত্তাহ মোঃ মাসউদ রহমান। পশ্চিমাঞ্চল রেলওয়ের সিওপিএস, সিসিএম, সিসিআরএনবি, সিএসটিই, সিএমওসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশ নেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের সদর দপ্তর শাখার সভাপতি মোহাতার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, রেলওয়ে শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ওয়ালী খান সহ রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর