রাজশাহী ও চাঁপাইনববাবগঞ্জের আরও ৯৭ জনের নমুনায় করোনা শনাক্ত

সময়: 6:17 pm - August 20, 2020 | | পঠিত হয়েছে: 822 বার

রাজশাহী ও চাঁপাইনববাবগঞ্জের আরও ৯৭ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহীর নতুন শনাক্তের সংখ্যা ৭০ জন। আর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ২৭ জন।

রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে বুধবার (১৯ আগস্ট) এই ৯৭ জন শনাক্ত হন। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ৫৯ জন। আর রামেক হাসপাতালে শনাক্তের সংখ্যা ৩৮ জন। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের এক রোগী, চারজন পুলিশ সদস্য, রামেক হাসপাতালের রোগী ১১ জন, দুইজন হাসপাতালের কর্মী, পাঁচজন র‌্যাব সদস্য এবং নগরীর বিভিন্ন এলাকার ১৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে রাজশাহীর ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৭২টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। রাজশাহীর ৩২ জনের মধ্যে ২২ জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া সিভিল সার্জনের কার্যালয়ের দুইজন এবং জেলার পবা উপজেলার দুইজন ও তানোরের ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। দুই ল্যাবে রাজশাহীর নতুন ৭০ জন শনাক্ত হওয়ায় জেলা ও মহানগরে মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ২১৬ জন। এর মধ্যে ২ হাজার ৪৪৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩৭ জন। চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৪৬ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৯৮ জন, মারা গেছেন ১১ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর