বগুড়ায় করোনায় দু’জনের মৃত্যু

সময়: 9:32 pm - August 20, 2020 | | পঠিত হয়েছে: 137 বার

বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দু’ব্যক্তি মারা গেছেন। নতুন করে ৮৪ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, শহরের পশ্চিম নারুলী এলাকায় অবসরপ্রাপ্ত চাকরিজীবী অরুণ রঞ্জন সাহা (৭৫) গত ৬ আগস্ট করোনায় আক্রান্ত হন। বিকাল ৫টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, অরুণ রঞ্জন সাহার মরদেহ প্রস্তুত করার পর দুপুরে ফুলবাড়ি মহাশ্মশানে দাহ করা হয়েছে।

বগুড়া শজিমেক হাসপাতালের মুখপাত্র জাহাঙ্গীর আলম জানান, শহরের সুলতানগঞ্জপাড়া হাকির মোড় এলাকার ইসাহাক সরকার (৫৭) করোনা উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট রাত ১১টার দিকে হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তিনি মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ জীবাণুমুক্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ নারী ও এক শিশুসহ ৮৪ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৭ জন ও মারা গেছেন দু’জন। এ নিয়ে গত ১ এপ্রিলের পর জেলায় মোট আক্রান্ত হলেন ছয় হাজার ২৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ছয় হাজার ২৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন চার হাজার ৮৮৪ জন। মারা গেছেন ১৩৬ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার তিনজন।

সূত্র : যুগান্তর

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর