রাজশাহী বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২২৮

সময়: 6:12 pm - August 21, 2020 | | পঠিত হয়েছে: 346 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২২৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বিভাগের বগুড়ায় একজন করোনা রোগী মারা গেছেন। শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী বিভাগের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ১৩৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে তিনজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন। বৃহস্পতিবার বিভাগে নতুন ১৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৪ জনের বাড়ি বগুড়ায়। এছাড়া রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরে আটজন এবং সিরাজগঞ্জের সাতজন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৫৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৯৭ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ২৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৪৩ জন, নওগাঁয় এক হাজার ৮৭ জন, নাটোরে ৭৪৭, জয়পুরহাটে ৮৮৩, সিরাজগঞ্জে ১ হাজার ৮১০ জন এবং পাবনায় ৯৪১ জন শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিভাগের ১৬৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন সুস্থ হয়েছেন রাজশাহীতে। এছাড়া নওগাঁর ১৫ জন, বগুড়ার ৬২ জন, সিরাজগঞ্জের ২০ জন এবং পাবনার দুইজন করে ব্যক্তি করোনাভাইরাস জয় করেছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১১ হাজার ২৮৬ জন। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৫৮০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪০৪ জন, নওগাঁর ৯৫৭ জন, নাটোরের ৪৪০ জন, জয়পুরহাটের ২১৯ জন, বগুড়ার ৪ হাজার ৯৪৬ জন, সিরাজগঞ্জের ৯১৬ জন এবং পাবনার ৮২৪ জন করোনামুক্ত হয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর