চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে চটপটি বিক্রেতার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাসস্ট্যান্ডে করোনা উপসর্গ নিয়ে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে। তার নাম কৃষ্ণা (২৭)।
শুক্রবার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নিজ চটপটি ভ্যানের পাশেই তার মৃত্যু হয়।
মৃত কৃষ্ণা উপজেলার বারোঘরিয়ার শিবু মণ্ডলের ছেলে। চটপটি বিক্রি শেষে রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ডের মো. চুনার হোটেলে ঘুমাতেন তিনি।
হোটেল মালিক চুনা জানান, গত তিন দিন ধরে কৃষ্ণা জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাত ১২টার পর কৃষ্ণা আমার কাছে দোকানের চাবি নিতে গিয়ে জানান, প্রায় ২০০ টাকার ওষুধ কিনেছে। জ্বরও ছেড়েছে। শরীরে ঘাম দিচ্ছে।
তার পর চাবি নিয়ে ঘুমাতে চলে যান। এর কিছুক্ষণ পর পথচারীরা কৃষ্ণাকে দেখে চটপটিভ্যানের নিচে মাটিতে শুয়ে আছে।
অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, চটপটি বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin