রাজশাহীর বাগমারার তাহেরপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন করলেন এসপি

সময়: 9:21 pm - August 24, 2020 | | পঠিত হয়েছে: 137 বার

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা কার্যালয়ের কাছে তাহেরপুর পৌর বিট পুলিশিং কার্যালয়ের এর উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম । সভাপতিত্ব করেন, রাজশাহী বাগমারা থানাধীন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় সাধারন জনগন, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার স্যার তার বক্তব্যে বলেন, বিট পুলিশিং

 

এর মাধ্যমে সাধারন জনগন ও পুলিশের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং প্রত্যাশিত সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে যাবে। জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর রয়েছে রাজশাহী জেলা পুলিশ। মাদক, জংগীবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ কঠোর অবস্থানে থেকে কাজ করছে। পাশাপাশি তিনি বাল্যবিবাহ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও সাইবার অপরাধ ইত্যাদি সামাজিক সমস্যা প্রতিরোধে সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর