বগুড়ার ভিজিডি’র চালসহ ব্যবসায়ী আটক

সময়: 8:22 pm - August 26, 2020 | | পঠিত হয়েছে: 139 বার

বগুড়ার আদমদীঘির সান্তাহার চাল বাজারে শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে ১১৭ বস্তা ভিজিডি’র চাল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার শহিদুল সান্তাহার নতুনবাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে। জানাযায়, উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের আওতায় তালিকাভুক্ত কার্ডধারীর মাঝে চলতি আগস্ট মাসে ভিজিডি’র চাল বিতরণ করা হয়। কার্ডধারীরা এসব চাল উত্তোলন করে পরিষদের আশপাশে অবস্থান করা চাল ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেন। শহিদুল ইসলাম নামের এক চাল ব্যবসায়ী এসব কার্ডধারীদের নিকট থেকে প্রতিটি ৩০ কেজির ১১৭ বস্তা চাল ক্রয় করেন। পরে ভ্যান যোগে ১১৭ বস্তায় থাকা ৩হাজার ৫শ ১০কেজি চাল নিয়ে গিয়ে মজুদ করেন চাল বাজারের একটি গুদামে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান চাল জব্দ, গুদাম সিলগালা ও তাকে আটক করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত চাল ব্যবসায়ী শহিদুলের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা দায়ের করে বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর