রাজশাহীর দুই ল্যাবে ৬১ জনের করোনা পজিটিভ

সময়: 12:15 am - August 27, 2020 | | পঠিত হয়েছে: 324 বার

রাজশাহীর আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। গতকাল বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ৪২ জন। আর রামেক হাসপাতালে শনাক্তের সংখ্যা ১৯ জন। রাতে দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রামেক হাসপাতালের ১০ জন রোগী ও কর্মী, একজন র‌্যাব সদস্য, ছয়জন পুলিশ সদস্য এবং নগরীর দুই এলাকার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

 

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে রাজশাহীর ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে।

 

এদের মধ্যে নয়জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া সিভিল সার্জনের কার্যালয়ের একজন, জেলার বাঘা উপজেলার চারজন, পুঠিয়ার তিনজন, দুর্গাপুরের একজন, পবার দুইজন, বাগমারার দুইজন, গোদাগাড়ীর তিনজন এবং রাজশাহী নগরীর বিভিন্ন এলাকার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

দুই ল্যাবে নতুন ৬১ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪ হাজার ৪৯০ জন। এদের মধ্যে ২ হাজার ৯১০ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৪০ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর