রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক সম্রাট আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে মাদক সম্রাট রেজাউলকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৩১ আগস্ট) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার চাপাল এলাকা থেকে ১৪৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
বিকেলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, সকালে নিজ বাড়ি থেকে হেরোইন নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন রেজাউল। তখন ডিবি পুলিশের নিয়মিত তল্লাশি করলে তার কাছে হেরোইন পাওয়া যায়। তিনি ওই এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ এখন রেজাউলের ভাগ্নে প্রিন্সকেও খুঁজছে। প্রিন্সও মাদক ব্যবসায়ী। গোদাগাড়ীর সেখেরপাড়া-চৌদুয়ার রাস্তায় প্রকাশ্যে সে ফেনসিডিল বিক্রি করে। নির্জন এ রাস্তাটির দুই পাশে ধানক্ষেত। ধানের জমিতেই লুকিয়ে রাখা হয় ফেনসিডিল। প্রতিদিন বিকেলে শহর থেকে মোটরসাইকেল নিয়ে দল বেধে মাদকসেবীরা প্রিন্সের কাছে গেলে সে ধানক্ষেতের ভেতর থেকে ফেনসিডিল এনে দেয়। তার মামা হেরোইনসহ আটকের পর সে গা-ঢাকা দিয়েছে।
রাজশাহী বার্তা/admin