বগুড়ায় বাঁশ ভর্তি ট্রাক খাদে পড়ে নিহত এক
বগুড়ার শাজাহানপুরে বাঁশ ভর্তি ট্রাক খাদে পড়ে এর হেলপার (২৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
কৈগাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর আম্বার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী বাঁশবোঝাই একটি লম্বা ট্রাক (চট্ট-মেট্রো-ট-৮১-১৫৪৩) বুধবার সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছায়। সেখানে বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশে পড়ে যায়।
চালক কেবিন থেকে বের হয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার আটকা পড়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেবিন কেটে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনার পর এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়লে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, ভেহিকেলে কেউ না থাকায় দুপুর পর্যন্ত নিহত হেলপারের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলার সময় প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাজশাহী বার্তা/admin