বগুড়ার ধুনট উপজেলায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সময়: 6:30 pm - September 3, 2020 | | পঠিত হয়েছে: 256 বার
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় সুমি খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পারলক্ষীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী।

জানা যায়, বগুড়ার শাহজাহানপুর উপজেলার শৈলধুকরি গ্রামের মোহাম্মাদ আলীর মেয়ে সুমি খাতুনের সঙ্গে প্রায় দুই বছর আগে ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে সুরুজ আলীর বিয়ে হয়। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ধুনট পৌর এলাকার অফিসার পাড়ায় ভাড়া বাসায় থাকেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে সুমির স্বামী সুরুজ আলী পলাতক রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর