রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু নেই টানা দুই দিন
রাজশাহী বিভাগে টানা দুই দিন করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত শনিবার বিভাগের চাঁপাইনবাবগঞ্জে দুইজনের মৃত্যু হয়। এরপর রোব ও সোমবার কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগে এ পর্যন্ত করোনায় ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৬০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
সোমবার বিভাগে নতুন ১১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪২ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ২০ জন, নওগাঁয় ১৮ জন, জয়পুরহাটে ২৮ জন এবং সিরাজগঞ্জে পাঁচজন শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৩৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৯৯১ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৬৮০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭২৮ জন, নওগাঁয় এক হাজার ১৯৯ জন, নাটোরে ৮৯১, জয়পুরহাটে এক হাজার সাতজন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৬ জন এবং পাবনায় এক হাজার ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সোম%
রাজশাহী বার্তা/admin