শিবগঞ্জে ভূয়া পুলিশ পরিচয়ে তল্লাশিকালে যুবলীগ নেতাসহ আটক ২

সময়: 5:42 pm - February 12, 2020 | | পঠিত হয়েছে: 366 বার

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্টান্ড থেকে দুজন ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটকরা হল- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের মহসিন আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বারিউল ইসলাম বাহাদুর (৩১) ও তার সহযোগি পৌর এলাকার চতুরপুর নতুনপাড়ার আবদুল মজিদের ছেলে মাসুদ রানা (৩০)। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অপরজন পৌর এলাকার কারবালা মোড়ের মৃত আবদুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩০)।

এ নিয়ে মঙ্গলবার রাতে ভূক্তভোগী কাজল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে- মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রী শহিদুল ইসলামের ব্যাগ ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি করতে চাইলে এতে বাধা দেয় অন্য যাত্রীরা। পরে যাত্রীর মামা কাজলকে মারধর শুরু করে ভূয়া তিন ডিবি পুলিশ।

এতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয় কাজল। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। অপর এক সহযোগি দ্রæত পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ভূক্তভোগীর মামা তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, ভূয়া ডিবি পুলিশ আটকের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার অপর এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর