সোনামসজিদে শ্রমিকদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ

সময়: 5:43 pm - February 12, 2020 | | পঠিত হয়েছে: 345 বার

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে কর্মরত ১ হাজার ২শ’ ৬৪ জন শ্রমিকের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে পানামা পোর্ট লিংক লিমিটেড প্রাঙ্গনে ফিতা কেটে ডিজিটাল আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। এ সময় উপস্থিত ছিলেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খাঁন, কাস্টমস সুপার জাহাঙ্গীর আলম, জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বন্দর শ্রমিক লীগ কমিটির সভাপতি সাদেকুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সরদারসহ অন্যরা।

কর্মরত শ্রমিকের উদ্দেশ্যে বক্তারা বলেন- এ ডিজিটাল আইডি কার্ড অতি গুরুত্বপূর্ণ। বন্দরে কাজ করার সময় সার্বক্ষণিক এ আইডি কার্ড ব্যবহার করবেন। আইডি কার্ড ছাড়া পানামার ভেতরে কোন শ্রমিক প্রবেশ করতে পারবেনা। পানামার অভ্যন্তরে যত্রতত্র কেউ প্রবেশ করে বিশৃংখলা সৃষ্টি না করতে সে লক্ষে আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পানামায় অভ্যন্তরে সার্বিক নিরাপত্তার লক্ষে চারদিকে রয়েছে সিসি ক্যামেরা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর