করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই খুললো তাজমহল
ভ্রমণপিপাসু দর্শনার্থীদের জন্য ফের খুলে দেয়া হলো বিশ্বখ্যাত আগ্রার তাজমহল। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যেই অর্থনীতির চাকা সচল রাখতে সোমবার সেটি খুলে দিল ভারত।
দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলছে। প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে বিশ্বে সর্বোচ্চ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রকে অতিক্রম করার ইঙ্গিত বহন করছে তারা।
১০৩ কোটি জনসংখ্যার দেশ ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রতিদিন প্রায় ১ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি সহস্রাধিক লোক প্রাণ হারাচ্ছেন।
গেল মার্চে কেন্দ্রীয় সরকার কঠোর লকডাউন আরোপের পর কোটি কোটি মানুষের জীবিকানির্বাহের উপায় ভেঙ্গে পড়ে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য দেশকে অনুসরণ করতে অনাগ্রহ দেখান।
কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন মার্কেট ও রেস্তোরাঁ খুলে দিয়েছেন তিনি। পাশাপাশি ট্রেন, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছেন। এরই ধারাবাহিকতায় দর্শকদের জন্য ঐতিহ্যবাহী তাজমহল খুলে দিল মোদি সরকার।
ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়াদিল্লির দক্ষিণে আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এ সমাধি স্তম্ভ । এটি শ্বেত পাথর দিয়ে তৈরি। প্রতিবছর প্রায় ৭০ লাখ লোক তাজমহল পরিদর্শন করেন। মুঘল সম্রাট শাহজাহান প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে নির্মাণ করেন।
করোনার কারণে গত মার্চ থেকে এটি বন্ধ ছিল। অবশেষে খুলে দেয়া হলো তাজমহল।
রাজশাহী বার্তা/Durul Haque