রাজশাহীর দুই ল্যাবে নতুন করে ২১ জনের করোনা পজিটিভ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান এদিন তাদের ল্যাবে মোট ৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১২ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে রামেক হাসপাতালের তিনজন রোগী, হাসপাতালের তিনজন কর্মী, নগরীর পাঁচজন ও র্যাব-৫ এর একজন আছে।
অপরদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ড. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৫৯ জনের পরীক্ষা করা হয়। এর মধ্যে নয়জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন ও জয়পুরহাটের একজন রয়েছেন। এনিয়ে রাজশাহীতে চার হাজার ৯৫৫ জন আক্রান্ত হলো। এদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৫৪ জন। মারা গেছেন ৪৩ জন।
রাজশাহী বার্তা/admin