দুর্নীতির দায়ে গোদাগাড়ী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
দুর্নীতির মামলায় রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহী দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ইমরুল হক ২০১৮ সালে অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে রাজশাহী দুদক কার্যালয়ের ওপর তদন্তভার দেন আদালত।
তদন্তে অধ্যক্ষ কলেজের ব্যাংক হিসাব থেকে ৭২ লাখ ৪২ হাজার ৭৩০ টাকা আত্নসাৎ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রমাণ মেলে।
মামলার এজাহারে কলেজের অর্থ আত্মসাৎ ছাড়া আরও কয়েকটি অনিয়ম-দুর্নীতির অভিযোগ করা হয়। এতে উল্লেখ করা হয়, অধ্যক্ষ আব্দুর রহমানের শ্যালক সেলিম হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকেন। তবুও গোদাগাড়ী কলেজে তার আগের যোগদান বহাল রাখেন। তাকে সরকারি কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে কাগজপত্র শিক্ষা অধিদপ্তরে পাঠান।
এছাড়া মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তারেক আজিজকে নিয়োগ দিতে নগদ ৯ লাখ টাকা ঘুষ নেন তিনি। আর বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের কাছ থেকে ৮ লাখ টাকা ঘুষ নেন অধ্যক্ষ। ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় দুদকের কাছে জবানবন্দিও দিয়েছেন মনিরুল।
রাজশাহী বার্তা/Durul Haque