ইউএনওকে লাঞ্ছিত করে আত্মগোপনে পাবনার বেড়ার বরখাস্ত মেয়র

সময়: 6:47 pm - October 16, 2020 | | পঠিত হয়েছে: 133 বার

পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিতের অভিযোগের পর আত্মগোপনে রয়েছেন এ পৌরসভার সদ্য বরখাস্ত মেয়র আব্দুল বাতেন।গেল বুধবার রাতে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বাদী হয়ে তাকে আসামি করে থানায় এ মামলা করেন।

এর পরই আত্মগোপনে গেছেন বাতেন। তার অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, সরকারি কাজে বাধা, হুমকি এবং ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বাতেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩৩২, ৩৫৩, ৩৫৫ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। ঘটনার দিন উপস্থিত ৩ জনপ্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে।

তিনি বলেন, মামলার পর থেকে বাতেনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। উনি আত্মগোপনে রয়েছেন।

উল্লেখ, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভা চলাকালে মেয়র বাতেনের বিরুদ্ধে ইউএনও আসিফকে লাঞ্ছিতের অভিযোগ ওঠে। পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ গেল মঙ্গলবার বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর ছোট ভাই মেয়র বাতেন দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তার বিরুদ্ধে দুদকে একাধিক মামলা চলমান। সম্প্রতি এক ঘটনায় তাকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সব পদ থেকে অব্যহতি দেয়া হয়।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর