চৌহালীতে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের কারাদণ্ড

সময়: 7:55 pm - October 17, 2020 | | পঠিত হয়েছে: 99 বার

প্রজনন মৌসুমে যমুনায় ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ২৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের শৈলজানা, খাস কাউলিয়া ইউনিয়নের ভুতের মোড় ও উমারপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের বাসিন্দা।

চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, গেল শুক্রবার গভীর রাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে যমুনার বাঘুটিয়া, খাস কাউলিয়া ও উমারপুর ইউনিয়নে অভিযান চালানো হয়।

তিনি জানান, এসময় অবৈধ কারেন্ট জালে ইলিশ ধরা অবস্থায় নদীর শৈলজানা, ভুতের মোড় ও দত্তকান্দি থেকে ২৪ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে ১২ হাজার মিটার কারেন্ট জাল এবং ১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর