ইমার্জেন্সি জন্মনিরোধক পিল খাওয়া কি নিরাপদ?
অপরিকল্পিত যৌনসঙ্গমের ফলে গর্ভধারণের ঝুঁকি এড়াতে ইমার্জেন্সি জন্মনিয়ন্ত্রক ওষুধ খেয়ে থাকেন অনেক নারী। তবে আপনি জানেন কী এই ওষুধ স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ।
এসব ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও অনেক নারী তা জানেন না।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ইমার্জেন্সি কনট্রাসেপটিভ পিলস ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। তবে অনেক নারী এই নিয়ম না জানার কারণে তারা নানাবিধ শারীরিক সমস্যায় পড়েন।
আসুন জেনে নিই ইমার্জেন্সি জন্মনিরোধক পিল কি নিরাপদ? আর এই পিল খাওয়ার কিছু নিয়ম জেনে নিই-
১. এই পিল সঙ্গমের পরের দিন সকালেই খেতে হবে এমন কোনো কথা নেই। রাতে সঙ্গমের পরও খেতে পারেন। তবে দ্রুত খেলে ভালো কাজ করবে গর্ভনিরোধক ওষুধ।
২. ইমার্জেন্সি পিল গর্ভনিরোধক ওষুধ গর্ভপাত করায় না। তবে গর্ভধারণের ঝুঁকি এড়াতে সাহায্য করে।
৩. গর্ভনিরোধক এই ওষুধ খেলে ওজন বেড়ে যাবে, এমন ধারণা ঠিক নয়। এই ওষুধের সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই।
৪. কোনো ওষুধই গর্ভধারণ রোধ করার শতভাগ প্রতিশ্রুতি দেয় না। তাই কিছু ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরও প্রেগন্যান্ট হওয়ার ঝুঁকি থাকে।
৫. এই ওষুধ খেলে পিরিয়ড সাইকেল অনিয়মিত হতে পারে। এ ছাড়া মাথা ঘোরা, বমির মতো সমস্যা হতে পারে।
রাজশাহী বার্তা/admin