চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে নদীতে ভেসে এলো হরিণ!

সময়: 3:18 pm - February 21, 2020 | | পঠিত হয়েছে: 414 বার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উপজেলার শিবগঞ্জে ভারত থেকে নদী পথে ভেসে আসা একটি বন্য হরিণ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দা।

আজ (২১ ফেব্রুয়ারি ২০২০) শুক্রবার সকাল ৯:৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকায়।

তারাপুর গ্রামের কারিম, সারওয়ার, মানারুল, জোহরুল, মানিক জানান শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের কয়েকজন পদ্মানদী ধারে ঘাস কাটতে মাঠে গেলে তারা নদীর চরে একটি হরিণ কাদায় আটকা পড়া অবস্থায় দেখতে পায়।

তারা তৎক্ষনিক মনাকষার ইউপি ৮নং ওয়ার্ড সদস্য সমির উদ্দিনকে সংবাদ দিলে তিনি মাসুদপুর বিওপির বিজিবিকে ঘটনাটি জানায়।

বিজিবি ঘটনা স্থলে উপস্থিত হয়ে হরিণটিকে স্থানীয় জনগনের সহযোগিতায় উদ্ধার করে বিওপিতে নিয়ে যায়। এসংবাদ লিখা পর্যন্ত হরিণটি মাসুদপুর বিওপিতেই ছিল।

এ ব্যাপারে মনাকষা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য সমির উদ্দিন জানান, আমি জানতে পেরে বিজিবিকে সংবাদ দিয়ে হরিণটি উ্দ্ধার করিয়েছি। এখন হরিনটি বিজিবির কাছে সুরক্ষিত অবস্থায় আছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর