রাজশাহী কলেজের এইচএসসি-৯১ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত
সাতটা বছর পড়াশোনা করেছেন একসাথে। তারপর পেরিয়েছে তিন দশক। সেদিনের তরুণেরা এখন মধ্যবয়সী।
কিন্তু এতদিন পর পুরনো সেই সহপাঠীদের পেয়ে তারা যেন ফিরে গেলেন তারুণ্যে। হাসি-আড্ডা, গল্প আর সেলফি তোলায় মেতে উঠলেন তারা। আবেগে আব্লুতও হলেন অনেকে।
রাজশাহী কলেজের এসএসসি-১৯৮৯ ও এইচএসসি-১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় এমন দৃশ্যই দেখা গেল। শুক্রবার ছুটির দিনের সকালে মিলনমেলায় যোগ দিতে সকাল থেকেই রাজশাহী কলেজের লাল প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন অংশগ্রহণকারীরা। সেখানে গিয়েই জড়িয়ে ধরেন একে-অপরকে। এরপর মেতে ওঠেন গল্প-আড্ডায়।
সকাল সাড়ে ১০টার দিকে বেলুন উড়িয়ে মিলনমেলার অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সহপাঠীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য এ ধরনের মিলনমেলা আয়োজনের প্রশংসা করেন তিনি। এরপর কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগরীর সীমান্ত নোঙরে গিয়ে র্যালিটি শেষ হয়।
সীমান্ত নোঙরের মনোরম পরিবেশে জমে ওঠে মিলনমেলা। আয়োজনের মধ্যে রয়েছে দুপুরে মধ্যহ্নভোজ, বিকালে খেলাধুলা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর প্রিয় সহপাঠীদের বিদায় জানিয়ে যে যার মতো ঘরে ফিরবেন রাজশাহী কলেজের সাবেক এই শিক্ষার্থীরা।
রাজশাহী বার্তা/admin