চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় তরুণ কাপড় ব্যবসায়ীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ তরুণ কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সদরের চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুরে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী তোহরুল ইসলাম বাবুর ভাই।
এবং রানিহাটী ইউনিয়নের চকবহরম গ্রামের মৃত তাইনুস আলি মেম্বারের ছেলে মামুন আলি (৩০), অপরদিকে, গুরুতর আহত ব্যক্তি তার আরেক ভাই মিলন আলি ( ২৮)।
জানা যায়, দু’ভাই মোটরসাইকেল যোগে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ বাড়ি ফেরার পথে রাজশাহী মূখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে, অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন সড়ক দূর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চালককে আটক করা যায়নি তবে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি দুর্ঘটনার মামলা প্রক্রিয়াধীন। রাজশাহীর রাজপাড়া থানা, লাশ পরিবারের নিকট আইনিভাবে হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।
রাজশাহী বার্তা/admin