ক্ষমা নয়, মিনুকে গ্রেফতারের দাবি ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

সময়: 10:20 pm - March 4, 2021 | | পঠিত হয়েছে: 235 বার

বঙ্গবন্ধুকে অবমাননা ও দেশের প্রধানমন্ত্রীকে প্রাণনাশের ইঙ্গিত দিয়ে মিজানুর রহমান মিনু যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য উল্লেখ করে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর।

 

বৃহস্পতিবার বিকেলে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানান দলটির নেতারা। বঙ্গবন্ধুকে অবমাননা ও প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ায় মিনুকে গ্রেফতারের দাবিতে ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

 

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টের সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ‘রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে জঙ্গিবাদের গডফাদার মিজানুর রহমান মিনুর দেয়া বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তার দেয়া বক্তব্য প্রমাণ করে ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পেছনে বিএনপি জড়িত ছিল। মিনু মঞ্চে উঠে লম্বা-লম্বা ভাষণ দেন! অথচ তিনিই একসময় ভোট চুরি করে একাধারে সিটি করপোরেশনের মেয়র ও সদর আসনের এমপি হয়েছিলেন। সে সময় তিনি রাজশাহীকে একটি ধ্বংসস্তুপ নগরীতে ঠেলে দিয়ে সিটি করপোরেশনকে বানিয়েছিলেন মাদক ও দুর্নীতির আখড়া।’

 

মিনু রাজশাহীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দিয়েছেন মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, ‘২০০৩ সালে বাগমারাকে কেন্দ্র করে যখন বাংলা ভাইয়ের উত্থান হয়; তখন এই মিনুই জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করতে তাকে আর্থিক সহায়তা দিয়েছিলেন। আদালতে আজও বাংলা ভাইয়ের দেয়া সেই জবানবন্দী সংরক্ষিত আছে। যে নেতা এলাকার মানুষের ট্যাক্সের টাকা কুখ্যাত জঙ্গির হাতে তুলে দেয় সেই নেতার মুখে এতো বড়-বড় কথা শোভা পায় না।’

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর