বগুড়ায় করোনায় দুইদিনে ২ জনের মৃত্যু

সময়: 7:51 pm - March 6, 2021 | | পঠিত হয়েছে: 206 বার

করোনার হটস্পট খ্যাত বগুড়ায় সংক্রমন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ৭টি নমুনার ফলাফলে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন ২ জন।

তবে এমন অবস্থার মধ্যেও গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। তাদের মধ্যে একজন বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা। ৭৫ বছর বয়সী এই ব্যক্তি গত বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপরজন, সাহাদত হোসেন (৭০) একই হাসপাতালে গত শুক্রবার বিকেলে মারা যান। তিনি জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ মার্চ টিএমএসএস-এ ৭ জনের নমুনায় ৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

তিনি আরও জানান, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ১৭ জন। সুস্থতার সংখ্যা ৯ হাজার ৭৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে দুইজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৫২ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৪জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর