পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

সময়: 8:32 pm - March 6, 2021 | | পঠিত হয়েছে: 230 বার

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সেবা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার দুই সন্তান সুমাইয়া (৬) ও মোটরসাইকেল চালক ছেলে সাব্বির হোসেন (২৫)।

শনিবার (০৬ মার্চ) আনুমানিক বেলা পৌনে ১২টার দিকে পাকশী-পাবনা মহাসড়কের সাহাপুর মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুর রহমান আরিফ জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর থেকে মোটরসাইকেলে করে মা ও বোনকে নিয়ে সাহাপুরের নতুনহাট মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন সাব্বির।

বেলা পৌনে ১২টার দিকে মোটরসাইকেলটি উপজেলার সাহাপুর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা ইট বোঝাই একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিন আরোহী মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন। এসময় ইট বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মা সেবা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহত ভাই-বোনকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ কোন অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর