উন্নয়নশীল দেশে উন্নীত: শিবগঞ্জ থানায় কেক কাটা-আলোচনা সভা

সময়: 5:41 pm - March 7, 2021 | | পঠিত হয়েছে: 166 বার

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শিবগঞ্জ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ওসি ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন।’ তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ এ দেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান। শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশবাল হোছাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তাসহ অন্যরা। এর আগে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর