চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিরুদ্ধে ঘুষ না দেয়ায় চার্জশীট না দেওয়ার অভিযোগ
চাহিদা মতো ঘুষের টাকা দিতে না পারায় ‘হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে জখমের’ মামলার চার্জশীট না দেয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিরুদ্ধে। বুধবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বারঘোরিয়া-তহসিলপাড়ার শ্রী রতন কুমার পাল। তিনি পেশায় রঙ মিস্ত্রি।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬ জানুয়ারি শ্রী রতন কুমার পাল, তার বড় ভাই কার্তিক কুমার পাল ও ভাবী চায়না রানীর উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ২৯ জানুয়ারি এ ঘটনায় প্রতিবেশি কমল পাল, সুবোল পাল, বলরাম পালসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেন কার্তিক কুমার পাল। কিন্তু মামলা দায়েরের পর ৫ মাস পার হয়ে গেলেও এখনো চার্জশীট দেয়নি পুলিশ।
সংবাদ সম্মেলনে রতন কুমার পাল বলেন, মামলার খরচ বাবদ ১২ হাজার টাকা দেয়া হয় হয় তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমানকে। কিন্তু চার্জশীট দেয়ার জন্য আরো ৬০ হাজার টাকা দাবি করেন তিনি। চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় মামলার চার্জশীট দেয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে রতন কুমার দ্রুত চার্জশীট প্রদানের দাবি জানিয়েছেন।
তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান। তিনি বলেন, আমি এখন ছুটিতে আছি। ছুটিতে আসার আগে চার্জশীট প্রস্তুত করে রেখেছেন। তথ্য সংগ্রহ ও তদন্তকাজে দেরি হওয়ায় চার্জশীট প্রস্তুতে দেরি হয়েছে বলে দাবি করেন তিনি।
রাজশাহী বার্তা/Rahim