পাঁচবিবিতে খাদ্য তৈরীর কারখানায় জরিমানা
সময়: 6:55 pm - March 15, 2021 | | পঠিত হয়েছে: 68 বার
জয়পুরহাটের পাঁচবিবির আনছার ও বৈশাখী বেকারী ও বাজারের কিছু দোকানে বিভিন্ন অনিয়মের কারনে অর্থদন্ড করা হয়। কারখানায় উৎপাদিত পণ্যের প্যাকেটে মূল্যতালিকা, উৎপাদনকৃত কাগজ ও অ-স্বাস্থ্যকর পরিবেশের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনায় তাদের বিরুদ্ধে অর্থদন্ড করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন দোকানে বিক্রয় পণ্যের তালিকা না থাকায় জরিমানা করা হয়।
সোমবার দুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা ভোক্তা অধিকার আইন ২০০৯ সালে/৫১ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা আনছার বেকারীর ২০ হাজার ও বৈশাখী বেকারীর ৫ হাজার টাকা জরিমানা এবং ৩৯ ধারায় বাজারে দোকানের বিক্রয় পণ্যের মূল্য তালিকা ঝুলানো না থাকা বিভিন্ন পরিমানে অর্থ জরিমানা করেন। সহকারি কমিশনার সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা সহ প্রাথমিক সর্তকীকরণ করেন।