জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীরা পেল জেলা পরিষদের শিক্ষা বৃত্তি

সময়: 7:27 pm - March 18, 2021 | | পঠিত হয়েছে: 190 বার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১১৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৯৫ হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তির টাকার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জেলা পরিষদ সদস্য প্রভাষক সুমন কুমার সাহা প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেওয়া হতো। দশ বছর পরে আজ কিন্তু দরিদ্র শব্দটা মুছে গেছে। সরকার এখন মেধাবী শিক্ষার্থীদের তাদের মেধার স্বীকৃতিস্বরূপ বৃত্তি দিয়ে আসছে।’
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিকে ‘না’ বলে পড়ালেখা শেষ করে মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান বক্তারা।
পরে মাধ্যমিক ও তদূর্ধ পর্যয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার মেধাবী ১১৯ জন শিক্ষার্থীর মাঝে চলতি বছরের জনপ্রতি ৫০০০ টাকা হারে শিক্ষাবৃত্তির টাকার চেক বিতরণ করা হয়।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর