বিয়েবাড়ির বাস নদীতে, নিহত ২৫

সময়: 9:10 pm - February 26, 2020 | | পঠিত হয়েছে: 214 বার

ভারতে বিয়েবাড়ির উদ্দেশে যাত্রা করা বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে ২৮ জন যাত্রী ছিল। বুধবার রাজস্থানের বুন্দি জেলায় কোটা-দৌসা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি কোটা থেকে ভোরবেলা রওনা হয়ে সাওয়াই মাধোপুরের দিকে যাচ্ছিল।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিয়েবাড়ির উদ্দেশে যাত্রা করা ওই বাসে ২৮ জন যাত্রী ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাপড়ি গ্রামের কাছে একটি সেতু থেকে নদীতে পড়ে যায়। ওই সেতুতে কোনো রেলিং ছিল না। লেখারি থানার সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থালেই ১৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে নেয়ার পথে ১০ জনের মৃত্যু হয়। নিহতের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন মহিলা ও তিনজন শিশু রয়েছে বলে পুলিশ জানায়।

আহতদের লেখারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে কোটায় সরকারি হাসপাতালে পাঠানো হয়। আহতদের স্থানীয় জনতার সাহায্যে পুলিশ উদ্ধার করে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর