গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আরএমপি কমিশনারের
গণপরিবহনে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রী ও চালক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক বিশেষ উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। এর আগে করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে আমাদের লকডাউনের অভিজ্ঞতা আছে।
সে রকম পরিস্থিতি যদি হয় এবং গণপরিবহন যদি আবারও বন্ধ করা হয় তাহলে শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই সে পরিস্থিতি যেন না আসে তার জন্য গণপরিবহনেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তব্য শেষে পুলিশ কমিশনার পরিবহন, মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin