ভারত থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গা সিরাজগঞ্জে আটক

সময়: 10:19 am - March 25, 2021 | | পঠিত হয়েছে: 134 বার

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার (২৪ মার্চ) দুপুরে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা এলাকায় এক নারী, ২ পুরুষ ও একটি কন্যা সন্তান এবং ২১ মাস বয়সী ১টি পুত্র সন্তান নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পযার্য়ে তারা স্বীকার করে যে তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আটক করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে ৪টি মোবাইল এবং মেয়াদ উত্তীর্ণ (ইউএনএইচআর)’র ২টি কার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩ ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর