পাবনায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সময়: 2:03 pm - February 28, 2020 | | পঠিত হয়েছে: 128 বার

পাবনার আতাইকুলা উপজেলায় একটি সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন– আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)। শুক্রবার ভোরে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা মধুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাবনা মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘শুক্রবার ভোরে আতাইকুলা মধুপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ব্যবসায়ী। মালামাল কেনার জন্য পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন তারা। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। ’

পাবনা সদর হাসপাতালেরর জরুরি বিভাগের দায়িত্বরত মো. হেলাল উদ্দিন জানান, ‘দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। আর হাসপাতালে আনার পথে আরও একজন মারা যান। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে একজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ’

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর