সাপাহারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

সময়: 5:41 pm - March 26, 2021 | | পঠিত হয়েছে: 81 বার

মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ ) প্রতিনিধি: সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে অদ্য ২৬ শে মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানান আয়োজনে স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। সে উপলক্ষে  সাপাহার থানা প্রাঙ্গনে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপরই সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬ঃ৩০ মিনিটে সাপাহার জিরো পয়েন্ট সংলগ্ন স্বাধীনতা সংগ্রামে শহীদের স্বরণে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ, সকাল ৮ টায় অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সন্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য এবং  প্যারেড পরিদর্শন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ  অংশ গ্রহনে কুচকাওয়াজ, সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে,মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গনের সংবর্ধনা ও আলোচনা সভা, জুমা বাদ জাতির শান্তি ও অগ্রগতি কামনা মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির গির্জা, ও অন্যঅন্য উপাসনালয়ে বিশেষ প্রর্থনা, সন্ধ্যা ৬ টা আলোকসজ্জা ও ৭ টায় উপজেলা পরিষদ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সমুহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি  সোহরাব হোসেন,থানা অফিসার ইনচার্জ  তারেকুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর