শিবগঞ্জে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

সময়: 9:44 pm - March 27, 2021 | | পঠিত হয়েছে: 115 বার

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শিবগঞ্জ পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শুক্রবার দিনব্যাপি বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিল আল-রাব্বি, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া প্রমূখ। পরে উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার স্কাউটদের প্যারেড ও কুচকাওয়াজে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা স্কাউট দল অংশগ্রহণ করে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর